Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রঃ

নঃ

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

পলস্নী সমাজসেবা কার্যক্রম

·         পলস্নী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন;

·         সচেতনতা বৃদ্ধি, উদ্বৃদ্ধকরণ এবং দক্ষতা  উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান।

·         ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান;

·          লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি:-

·         আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে তালিকাভূক্ত পলস্নী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের  সদস্য/ সদস্যা;

·         সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু  বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যমত্ম

·          সুদমুক্ত ঋণ ব্যতীত  অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।

নির্ধাৃারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর:-

·         ১ম বার ঋণ (বিনিয়োগ)

·         গ্রহণের জন্য আবেদনের

·          পর ১ মাসের মধ্যে;

·         ২য়/ তয় পর্যায়ের ঋণ

     পুনঃবিনিয়োগ) গ্রহণ এর 

     জন্য আবেদনের পর ২০

     দিনের মধ্যে

উপজেলা সমাজসেবা কার্যালয় উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কমিটি নারায়নগঞ্জ সদর, বন্দর সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার।

২.

পলস্নী মাতৃকেন্দ্র কার্যক্রম

·         পলস্নী অঞ্চলে দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মুল স্রোতধারায় আনয়ন;

·         পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা:

·         জাতীয় জনসংখ্যা কার্যক্রম বাস্তবায়ন;

·         সচেতনতা বৃদ্ধি, উদ্বৃদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়ন

·         ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্ষদ্রঋণ প্রদান।

·         লক্ষ্যভূক্ত নারীদের সংগঠিত করে সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনি-

·         আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা

·         অধিদফতরে তালিকাভূক্ত পল্লী মাতৃকেন্দ্রের  সদস্য এবং

·         সুদমুক্ত  ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত দরিদ্রতম নারী যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যমত্ম।

·         সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ গ’ শ্রেণীভূক্ত নারী যার মাথাপিছু  বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্ধে।

নির্ধারিত ফরমে যথাযত পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর:-

·         ১ম বার ঋণ ( বিনিযোগ)

·         গ্রহণের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

·         ২য়/৩য় পর্যায়ের ঋণ (পুন:বিনিয়োগ) গ্রহন এর  জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি, বন্দর সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার

৩.

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

·         ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ

·         এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০

     ( বিশ হাজার) টাকার নিচে।

·         ১ম বার ঋণ ( বিনিয়োগ)

   গ্রহণের জন্য আবেদনের 

   পর ১ মাসের মধ্যে;

উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রকল্প বাসত্মবায়ন কমিটি, বন্দর সোনারগাঁ, রূপগঞ্জ,আড়াইহাজার,শহর সসাজসেবা কার্যক্রম নারায়নগঞ্জ

৪.

শহর সমাজসেবা কার্যক্রম

·       শহর এলাকায় দরিদ্র জনগণকে সংগঠিত  করে উন্নয়নের  মুল স্রোতধারায় আনয়ন।

·       সচেতনতা বৃদ্ধি, উদ্বৃদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান;

·       ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান;

·       লক্ষ্যভূক্ত ব্যক্তিদের নিজস্ব সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে পুঁজি গঠন।

·         আর্থ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরে  তালিকাভূক্ত শহর সমাজসেবা কার্যক্রমের  কর্মদলের সদস্য;

·         সুদমুক্ত ঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ‘ক’ ও ‘খ’ শ্রেণীভূক্ত দরিদ্রতম ব্যক্তি যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত

    সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা

    প্রাপ্তির জন্য ‘গ’ শ্রেণীভূক্ত ব্যক্তি      

    যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ১০ হাজার টাকার উর্ধে।

·         ১মবার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

·         ২য়/৩য় পর্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

 

 

শহর সমাজসেবা কার্যক্রম ও প্রকল্প সমন্বয় পরিষদ, নারায়নগঞ্জ। আমান ভবন চারতলা

৫.

আশ্রয়ন / আবাসন কার্যক্রম

·         আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দরিদ্র ব্যক্তিদের সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা;

·         পরিকল্পিত পরিবার তৈরিতে সহায়তা প্রদান;

·         সচেতনতা বৃদ্ধি, উদ্বৃদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান;

·         ২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদান;

·         সদস্যদের সঞ্চয় বৃদ্ধিকরণ।

·         নির্বাচিত আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা,

·         আশ্রয়ন কেন্দ্রের সমিতির সদস্য।

 

 

 

 

 

 

 

 

·         ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে;

·         ২য়/৩য় পর্যায়ের ঋণ (পূনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে।

 

উপজেলা সমাজসেবা র্কাযালয়, বন্দর

৬.

বয়স্ক ভাতা কার্যক্রম

·         সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান। এ জন্য ২০০৮-০৯ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

 

·         দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনুর্ধ ৩০০০ (তিন হাজার) টাকা।

·         শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়;

·         তালাকপ্রাপ্ত স্বামী পরিত্যক্ত, বিপত্নীক,   নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয়;

·         যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পুর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না;

·         ভূমিহীন বয়স্ক ব্যক্তি।

·         বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরণের  ব্যবস্থা  গ্রহণ;

·         নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে প্রতিসাসে প্রদান কর। তার কেউ এককালীন উত্তোলন  করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করলেন;

·         ভাতাগ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর  পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর  পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে।

 

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা বয়স্ক ভাতা কমিটি নারায়নগঞ্জ সদর, বন্দর সোনারগাঁ, রপগঞ্জ আড়াই হাজার।

শহর সমাজসেবা কার্যালয়, নারাযনগঞ্জ

৭.

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

·         সরকার কতৃৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এর জন্য ২০০৮-২০০৯ অর্থ বছরে নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

·         ৬ বছরের উর্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন  ভাতা পান না; যিনি চাকুরীজীবী কিংবা পেনশনভোগী নন;

·         প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪,০০০ (চবিবশ হাজার) টাকার কম

·         বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ;

·         নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে প্রতিমাসে প্রদান করা। তবে কেহ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন;

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা কার্যক্রম বাস্তবায়ন কমিটি নারায়নগঞ্জ সদর, বন্দর সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার,

শহর সমাজসেবা কার্যক্রম নারায়নগঞ্জ।

৮.

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি স্তরে বিভক্ত করে নিম্নরূপ হারে উপবৃত্তি প্রদান-

·      প্রাথমিক স্তর (১ম-৫ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৩০০ টাকা;

·      মাধ্যমিক স্তর (৬ষ্ঠ-১০ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৪৫০ টাকা;

·      উচ্চ মাধ্যমিক স্তর (একাদশ ও দ্বাদশ শ্রেণী): জনপ্রতি মাসিক ৬০০ টাকা;

·      উচ্চতর সত্মর (স্নাতক ও স্নাতকোত্তর);

·      জনপ্রতি মাসিক ১০০০ টাকা।

·      সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার নিচে।

·      বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিতভাবে শিক্ষাকালীন সময়ে;

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা উপবৃত্তি কর্মসূচী বাস্তবায়ন কমিটি নারাযনগঞ্জ সদর, বন্দর সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার

শহর সমাজসেবা কার্যক্রম, নারাযনগঞ্জ।

৯.

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

·      সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান ২০০৮-০৯ অর্থ বছরে প্রত্যেক অসচ্ছল মুক্তিযোদ্ধাকে মাসিক জনপ্রতি ৯০০ টাকা হারে ভাতা প্রদান।

·      মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২,০০০ টাকার উর্ধে নয়;

·      মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অন্তর্ভূক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

·      এক্ষেত্রে কর্মক্ষম নাম নন বা আংশিক কর্মক্ষম/ ভূমিহীন/ কর্মহীন/ সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ  অগ্রাধিকার পাবেন;

·      বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ

·      মুক্তিযোদ্ধা সম্মানীভাতা  প্রতিমাসে প্রদান করা হয়, তবে কেউ ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা একত্রে উত্তোলন করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা বাসত্মবায়ন কমিটি নারায়নগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার।

১০.

সরকারি শিশু পরিবার এতিম শিশু প্রতিপালন ও পুনর্বাসন

·      অনূর্ধ ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।

·      পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর যত্নের সাথে  এতিম শিশুদের লালন পালন।

·      শিক্ষা ও বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদান।

·      নিবাসীদের শরীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষ সাধন।

·      পূণর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

·      ৬ থেকে ৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্যন্ত সেবা প্রদান করা হয়।

·      শিশু পরিবারে ভর্তির  জন্য আবেদনপত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১ মাসের মধ্যে প্রক্রিয়া চুড়ান্তকরণ।

·      শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের সেবা প্রদান।

(ক) মুসলিম নগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার, নারায়নগঞ্জ।

(খ) সরকারি শিশু পরিবার, রূপগঞ্জ, নারায়নগঞ্জ।

১১.

প্রতিবদ্ধিতা সনদ প্রদান

প্রতিবন্ধিতা সদন প্রদান

প্রতিবন্ধী ব্যক্তি

প্রয়োজনীয় তথ্যসহ আবেদনের ১ দিনের মধ্যে

জেলা সমাজসেবা কার্যালয়, নারায়নগঞ্জ।

১২.

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম

·      দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বিতভাবে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে অনুষ্ঠানিক শিক্ষা প্রদান

·      ব্রেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষা দানের ব্যবস্থাকরণ

·      বিনা মূল্যে ব্রেইল বই ও অন্যান্য সহায়ক শিক্ষা উপকরণ সরবরাহ

·      দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের পূনর্বাসনে সহায়তা প্রদান।

দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র।

·      আবেদন প্রাপ্তির ১ মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণ।

·      ভর্তির পর হতে এস এস সি পরীক্ষার সময় পর্যন্ত কার্যক্রমের সকল সুযোগ সুবিধা প্রদান।

সমম্মিলিত অন্ধশিক্ষা কার্যক্রম বার একাডেমী উচ্চ বিদ্যালয়, নারাযনগঞ্জ।

১৩.

সরকারি (ভবঘুরে আশ্রয় কেন্দ্র পরিচালনা

·      ভবঘুরে ব্যক্তিদের নিরাপত্তা, ভবণ-পোষণ ও রক্ষণাবেক্ষণ।

·      শিক্ষা, বৃক্তিমূলক ও দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ

·      বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন

·      কাউন্সেলিং এর মাধ্যমে মানসিকতার উন্নয়ন

·      স্বনিভরতা অর্জনের লক্ষ্যে তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

·      কেন্দ্রের নিবাসীদের সাথে আত্নীয় স্বজনকে  দেখা করার ব্যবস্থা করা

·      ভবঘুরে ব্যাক্তির আত্নীয়কে খুঁজে বের করা

    চাকুরী দিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে

    নিবাসীদের সমাজে পূনর্বাসনের ব্যবস্থা

    করা

বঙ্গীয় ভবঘুরে আইনের আওতায় গ্রেফতারকৃত এবং বিশেষ আদালত কর্তৃক ঘোষিত ভবঘুরে ব্যক্তি।

ভবঘুরে হিসেবে মিরপুর অভ্যর্থনা কেন্দ্রে গ্রহণের পর থেকে মুক্তি প্রাপ্তির পূর্ব পর্যন্ত।

সরকারি আশ্রয় কেন্দ্র, গোদনাইল, চৌধুরীবাড়ী, নারায়নগঞ্জ।

১৪.

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী  বাস্তবায়ন

·      মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরকে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক/ সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা

·         কারাবন্দি ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

·         সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেকে কিশোর/ কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন অফিসার/সোস্যাল কেইস ওয়ার্কারের তত্ত্বাবধানে  কাউন্সেসিং এর মাধ্যমে শিশুর মানসিকতার উন্নয়ন এবং সংশোধন এর জন্য কিশোর উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর

·         টাক্সফোর্স কমিটির সহায়তায় কারাগারে বন্দি শিশু কিশোরদের মুক্ত করে/ কিশোর / কিশোরী উন্নযন কেন্দ্রে স্থানান্তর।

·         মুক্তিপ্রাপ্ত কয়েদীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সহায়তা প্রদান।

·         কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের শর্ত সাপেক্ষে মুক্তির সহায়তা প্রদান।

·         মুক্তি প্রাপ্ত কয়েদী/প্রবেশনারদের সামাজিক ও অথনৈতিকভাবে পুনর্বাসনে সহাযতা করা।

 

·      সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত  প্রবেশনার / ব্যক্তি।

·      আইনের সংস্পর্শে আসা শিশু কিশোর।

 

·      বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিচত সয়মসীমা / প্রদত্ত আদেশ

·      পূনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পূনর্বাসন  সমিতি/ উপজেলা/ শহর সমাজসেবা কার্যক্রম প্রকল্প বাস্তবায়ন কমিটির

অনুমোদন প্রাপ্তির পর ২০ কর্মদিবসের মধ্যে।

প্রবেশন অফিসার, নারায়নগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়, বন্দর, সোনারগাঁ রূপগঞ্জ, শহর সমাজসেবা, নারায়নগঞ্জ।

১৫.

হাসপাতাল সমাজসেবা কার্যক্রম

·      হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রাপ্তিতে সহায়তা ও দিক নির্দেশনা প্রদান;

·      দরিদ্র ও অসহায় রোগীদের ঔষধ, রক্ত, পথ্য, বস্ত্র, চশমা, ক্রাচ, কৃত্রিম অঙ্গ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ।

·      দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে পুষ্টিকর খাবার সরবরাহ।

·      দাবিদার বিহীন ও পরিত্যক্ত শিশুদের পুনর্বাসন

·         রোগের কারণে  পরিবারে অনাকাংখিত হয়ে দুর্বিসহ জীবন যাপনকারীদের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করা।

·         দরিদ্র ও অসহায় বৃদ্ধ/ প্রতিবন্ধি ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান  এবং সমাজসেবা অধিদফতর পরিচালিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দেয়া

·         হাসপাতালে অবস্থানরত রোগীদের চিত্ত বিনোদনের ব্যবস্থা করা

·         চিকিৎসার প্রয়োজনে রোগীকে অন্য হাসপাতাল/চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরে সহায়তা;

·      রোগীদের স্বাস্থ্যসচেতনতা/ প্রাথমিক চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান;

·         গুরুতর অসুস্থতা, অপারেশন  ইত্যাদি ক্ষেত্রে মানসিক বিপর্যস্ত রোগী বা রোগীর অভিভাবককে সাহস ও শান্তনা যোগান।

·         নামপরিচয়হীন দরিদ্র মৃত ব্যক্তির সংকারের ব্যবস্থা করা;

·         রোগ মুক্তির পর দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনে আর্থিক সহায়তা/ যাতায়াত ভাড়া প্রদানের মাধ্যমে পরিবারে পুনঃ একত্রিকরণে সহায়তা করা।

সমস্যাগ্রসত্ম অসহায় ও দরিদ্র রোগী

অসহায় ও দরিদ্র রোগী চিহ্নিত হওয়া বা রোগী আবেদন করার পর তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট ডাক্তারের সুপারিশ চিকিৎসা সেবা প্রদান।

(ক) জেনারেল হাসপাতাল,      নারায়নগঞ্জ।

 

(খ) ২০০ শয্যা বিশিষ্ট

    হাসপাতাল,   

    নারায়নগঞ্জ।

১৬.

শহর সমাজসেবা কার্যালয়ে আর্থ-সামাজিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

·      কম্পিউটার

·      বৈুদ্যতিক মেরামত

·      রেডিও টিভি মেরামত

·      ফ্রিস-এস মেরামত

·      দর্জি বিজ্ঞান

·      এম্ব্রয়ডারী

·      বাটিক ও বস্নক

·      ফূল তৈরি

·      কনফেকশনারী ও ফাস্ট ফুড তৈরি

·      মোমের শো-পিস তৈরি,

·      চাইনিজ রান্না

·      চামড়ার ব্যাগ তৈরি  ইত্যাদি ট্রেডে প্রশিক্ষন প্রদান।

শহর এলাকার শিক্ষক, অর্ধ শিক্ষিত বেকার যুবক  ও যুব নারী

আসন খালি সাপেক্ষে আবেদনের সাথে সাথে এবং ভর্তির পর কোর্স ভেদে ৩-৬ মাস পর্যমত্ম।

শহর সমাজসেবা কার্যক্রম, নারায়নগঞ্জ।

১৭.

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন তত্ত্বাবধান

·      স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান।

·      ১৯৬১ সালের  সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/ প্রতিষ্ঠান/সংগঠন/ বেসরকারি এতিমখানা/ক্লাব নিবন্ধন,

·      নিবন্ধন প্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র বা সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন, সাধারণ ও কার্যকরী পরিষদ অনুমোদন মেয়াদান্তে নব নির্বাজিত কার্যকরী পরিষদ অনুমোদন

·      নিবন্ধন প্রাপ্ত সংগঠনের কর্ম এলাকা একাধিক জেলায় সম্প্রসারনের অনুমোদন

     নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে  

     আনীত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা  

সেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক কার্যক্রম আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি।

·         নিবন্ধন ফি-৫,০০০/- (পাঁচ হাজার) টাকা।

·      নিবন্ধন প্রযোজনীয় কাগজপত্রসহ আবদেনপত্র প্রাপ্তির পর ২০ কর্ম দিবস

·      নামের ছাড়পত্র প্রযোজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির পর ৭ কর্ম দিবস।

·      কার্যকরী কমিটি অনুমোদন প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির পর ১০ কর্ম দিবস;

·      কর্ম এলাকা সম্প্রসারণ প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস

·      অভিযোগ নিষ্পত্তি অভিযোগ প্রাপ্তির পর ৩০ কর্ম দিবস

জেলা সমাজসেবা কার্যালয়, নারাগঞ্জ। উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়নগঞ্জ সদর, বন্দর রূপগঞ্জ, সোনারগাঁ, আড়াউহাজার,

শহর সমাজসেবা।

১৮.

বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন  গ্রন্ট প্রদান

·      ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন

·      স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন

·      আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান

·      শারীরিক, বুদ্ধিবৃত্তিরক ও মানসিক উৎকর্ষতা সাধন

·      শিশুর পরিপূর্ণ বিকাশে সহাযতা

·      পূর্ণর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।

 

বেসরকারী এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

বেসরকারি এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্রান্টের আবেদন প্রাপ্তির ৭ মাস পর।

উপজেলা সমাজসেবা কার্যালয়, নারায়নগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার।

১৯.

সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসম~ূহ অনুদান প্রদানে সহায়তা

·      সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে অনুদান বার্ষিক ৫০ হাজার হতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা অনুদান

·      শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান

·      রোগী কল্যাণ সমিতি সমূহের জন্য ৫০ হাজার হতে ২ লক্ষ টাকা অনুদান।

 

সমাজকল্যাণ পরিষদ থেকে নিম্নলিখিত প্রতিষ্ঠান/ সংগঠনকে অনুদান প্রদান করা হয়-

·      জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন

·      শহর সমাজ উন্নয়ন প্রকল্প সমন্বয় পরিষদ রোগী কল্যাণ সমিতি

·      অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি নিবন্ধন প্রাপ্ত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠন

 

·      সমাজকল্যাণ পরিষদে প্রতি বছর আগষ্ট মাসে জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হয়।

 

(ক) জেলা সমাজসেবা কার্যালয় পরিষদ, নারায়নগঞ্জ।

(খ) উপজেলা সমাজসেবা পরিষদ, নারাযনগঞ্জ সদর, বন্দর সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার।

প্রকল্প সমন্বয় পরিষদ

(গ) শহর সমাজসেবা কার্যক্রম নারাযনগঞ্জ।